এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড করণবীরের

টি-টোয়েন্টি ক্রিকেটে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ রানের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন অস্ট্রিয়ার ক্রিকেটার করণবীর সিং। তিনি ভেঙেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান-এর রেকর্ড।
সদ্য শেষ হওয়া রোমানিয়া সফরে চার ম্যাচের সিরিজে ব্যাট হাতে ২৪৮ রান করে রেকর্ডের শীর্ষে উঠেছেন ৩০ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার।
চলতি বছর এখন পর্যন্ত ৩২ ম্যাচের ৩২ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ১৩টি হাফ-সেঞ্চুরিতে ১,৪৮৮ রান করেছেন করণবীর।
এর আগে, ২০২১ সালে ২৯ ম্যাচের ২৬ ইনিংসে ১ সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরিতে ১,৩২৬ রান করে রেকর্ড গড়েছিলেন রিজওয়ান।
রানের পাশাপাশি সর্বাধিক চার ও ছক্কার ক্ষেত্রেও বিশ্বরেকর্ড এখন করণবীরের দখলে।
এ বছর এখন পর্যন্ত তিনি ১২৭টি চার মেরেছেন, যা রিজওয়ানের ২০২১ সালের ১১৯টি চার-এর রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
ছক্কার তালিকায়ও তিনি অনেকটা এগিয়ে। ২০২৫ সালে এখন পর্যন্ত করণবীর মেরেছেন ১২২টি ছক্কা, যা এক বর্ষপঞ্জিতে সর্বাধিক।
দ্বিতীয় স্থানে আছেন ভারতের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব, যিনি ২০২২ সালে ৬৮টি ছক্কা মেরেছিলেন।
রান, চার, ছক্কা—সব বিভাগেই শীর্ষে থেকে করণবীর সিং প্রমাণ করেছেন, বিশ্ব ক্রিকেটের ছোট পরিসরেও এখন অস্ট্রিয়ার উত্থান দৃশ্যমান।
অস্ট্রিয়ার ক্রিকেট ইতিহাসে এটি নিঃসন্দেহে এক মাইলফলক অর্জন।
ভিওডি বাংলা/ আরিফ







