সরকার না হয় শক্তিশালী বিরোধী দল হবো: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী নির্বাচনে সরকার গঠন না করলে শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে চায় বলে জানিয়েছেন দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতে চাই না। এনসিপি ৪৬ নম্বর দল নয়—আমরা বিকল্প শক্তি হিসেবে উঠে আসব।”
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম জানান, অল্প কয়েক দিনের মধ্যেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
নভেম্বরের মধ্যে জেলা আহ্বায়ক কমিটিও গঠন করা হবে। তিনি বলেন, “থানা ও জেলা কমিটি বাংলামোটর থেকে নয়—সংশ্লিষ্ট শাখার সভা করেই কমিটি গঠন করতে হবে।”
তিনি আরও বলেন, “নভেম্বরের মধ্যে সংগঠন কাঠামো শক্তিশালী করতে পারলে এনসিপি হবে আগামী নির্বাচনে দুটি বড় শক্তির একটি দল। কার্যক্রম সঠিকভাবে এগিয়ে নিতে পারলে দুই বছরের মধ্যেই এনসিপি দেশের সেরা দল হিসেবে প্রতিষ্ঠিত হবে।”
আহ্বায়ক ও সদস্য সচিব নিয়োগে বয়সসীমা নির্ধারণের কথাও জানান তিনি।
তার মতে, জেলা ও থানা কমিটির আহ্বায়কের বয়স হতে হবে ৪০ বছরের বেশি এবং সদস্য সচিবের বয়স অন্তত ৩৫ বছর।
সারজিস আলম বলেন, “আওয়ামী লীগের পদবিধারী বা জুলাই আন্দোলনবিরোধীরা আহ্বায়ক কমিটিতে থাকতে পারবে না। ইমেজ খারাপ বা পদের অপব্যবহারকারী কাউকে দলে নেয়া হবে না। প্রয়োজনে ফ্যাক্টচেক করা হবে।”
তিনি আরও বলেন, “অন্য দলের ক্লিন ইমেজধারীরা এনসিপিতে যোগ দিতে পারবেন, তবে তারা আগের দলের আদর্শ লালন করতে পারবেন না।”
ভিওডি বাংলা/ আরিফ






