• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শাহবাগে এনসিপির দুই পক্ষের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক    ২৪ অক্টোবর ২০২৫, ০৯:২৬ পি.এম.
এনসিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংগৃহীত ছবি

রাজধানীর শাহবাগে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এ সংঘর্ষে ইউসুফ নামে এক কর্মী আহত হন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপির ঢাকা মহানগর ও জেলা ইউনিটের সমন্বয় সভা চলছিল। এ সময় দ্বিতীয় তলায় মোহাম্মদপুর ও বংশাল থানা ইউনিটের কয়েকজন কর্মীর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তা ধীরে ধীরে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

সূত্র জানায়, তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুর এলাকার একটি প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন করেন।
বিষয়টি ঢাকা মহানগর উত্তরের নেতা শোয়েবের মাধ্যমে মোহাম্মদপুর থানার নেতা রিয়ান-এর কাছে পৌঁছায়। অভিযোগ, রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন কিন্তু তা ফেরত দেননি, বরং পরে তাদের আটকে রাখার চেষ্টা করেন।

এ ঘটনার জেরেই শুক্রবার কনভেনশন হলে দুই পক্ষের মুখোমুখি অবস্থান থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ সংবাদমাধ্যমকে বলেন,
“সমন্বয় সভার বাইরে ব্যক্তিগত বিষয়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা হয়। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে বিষয়টি মিটে যায়।”

তিনি আরও বলেন, “যে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, সেটি আসলে দুই কর্মীর পুরোনো ব্যক্তিগত লেনদেনের দ্বন্দ্ব নিয়ে, দলের কোনও বিষয় নয়।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্য সৃষ্টি করেছে—সালাহউদ্দিন
জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্য সৃষ্টি করেছে—সালাহউদ্দিন
তৃতীয় লিঙ্গের সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের
তৃতীয় লিঙ্গের সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের
জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু
জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু