‘খেলাধুলা অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে’—আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে খেলাধুলাকে কখনও অর্থনীতির অংশ হিসেবে গুরুত্ব দেওয়া হয়নি।’
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় জিয়া ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমির খসরু বলেন, ‘খেলাধুলা অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে—ব্রাজিল ও অস্ট্রেলিয়া তার প্রমাণ দিয়েছে। তাদের জিডিপির বড় অংশই আসে খেলাধুলা থেকে। তাই ক্রীড়া উন্নয়ন কেবল ক্রীড়াঙ্গন নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডকেও এগিয়ে নিতে পারে।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমানের ভাবনায় দেশের প্রতিটি অঞ্চলে স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে বিভিন্ন খেলাধুলার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। স্পোর্টস চ্যানেলের মাধ্যমেও ক্রীড়াপ্রেমীরা সর্বশেষ খবর জানতে পারবেন।’
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টে চারটি দল অংশ নেয়। ফাইনালে টাইব্রেকারে সাব্বিরের নেতৃত্বে নীল দল চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্ট উদ্বোধন করেন সাফজয়ী জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফুল আলম, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ভিপি হারনুর রশীদ হারুন, এরশাদ উল্লাহ, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
ভিওডি বাংলা/ আরিফ






