• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিজিবির অভিযানে ফেনী সীমান্তে কোটি টাকার মালামাল জব্দ

ফেনী প্রতিনিধি    ২৫ অক্টোবর ২০২৫, ০১:০৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বাধীন ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলা এবং চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় একাধিক তল্লাশি অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, তৈরি পোশাক ও গরু আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ ৫ হাজার ১২৫ টাকা।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় সম্পদ সুরক্ষায় সংস্থাটি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে। ফেনী ব্যাটালিয়নের আওতাধীন ১২০.০৯ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় ১৭টি বিওপি টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছে।

উত্তর-পূর্ব রিজিয়নের অধীনস্থ ইউনিটসমূহ গত বছর (২০২৪ সালে) চোরাচালান বিরোধী অভিযানে ৭৫৪ কোটি ১৫ লাখ টাকার মালামাল ও ৪২৪ জন আসামি আটক করেছিল। চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অভিযানে ৭০৯ কোটি ৯৪ লাখ টাকার মালামাল ও ৩৭০ জন আসামি আটক করা হয়েছে।

আটক মালামালের মধ্যে রয়েছে :-

গরু ৪,২০২টি, মহিষ ১,২৮৬টি, মোবাইল ২,৫৬৯টি, পাথর ২,০৬,১৩৯ ঘনফুট, বালু ২১,২৩৫ ঘনফুট, চিনি ১১,৪৬,৩১৮ কেজি, জিরা ১,৫৩,১২৯ কেজি, শাড়ি ৮২,৭১০ পিস ও যানবাহন ৭,৪১৯টি।

চলতি ২০২৫ সালে সরাইল রিজিয়নের অধীনস্থ ইউনিটসমূহ মাদকবিরোধী অভিযানে মদ ৭৮,২৫৪ বোতল, ফেন্সিডিল ২৪,৭৬৩ বোতল, ইয়াবা ২,৮০,১৪৪ পিস, বিয়ার ৯,০৮৬ ক্যান ও গাঁজা ১৪,৬৪৪ কেজি সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এসব অভিযানে জড়িত অনেক পাচারকারীকে গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, অস্ত্র পাচার রোধে বিজিবি কঠোর অবস্থান নিয়েছে। চলতি বছর এ পর্যন্ত ৯টি অস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সীমান্ত এলাকায় অবৈধ বালু ও পাথর উত্তোলন রোধে বিজিবি সক্রিয় ভূমিকা রাখছে। বিশেষ করে জাফলং, ভোলাগঞ্জ, উৎমাছড়া, বিছনাকান্দি ও সোনাই নদী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিজিবি জানিয়েছে, মাদক ও অবৈধ চোরাচালান জাতির ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে; তাই আমরা এই অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীলতা বজায় রেখেছি।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহালছড়িতে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার
মহালছড়িতে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার
কালিয়ায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা
কালিয়ায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা
রাজারহাটের তিস্তার চরের মানুষের একমাত্র ভরসা ভার ও নৌকা
রাজারহাটের তিস্তার চরের মানুষের একমাত্র ভরসা ভার ও নৌকা