• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনার বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ ইদ্রিস আলী বিশ্বাস আর নেই

পাবনা প্রতিনিধি    ২৫ অক্টোবর ২০২৫, ০২:৪৮ পি.এম.
ইদ্রিস আলী বিশ্বাস। ছবি: ভিওডি বাংলা

পাবনার বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ ইদ্রিস আলী বিশ্বাস আর নেই। শনিবার সকাল ৬টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ইদ্রিস আলী বিশ্বাস পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ছিলেন৷ তিনি পৌর এলাকার গোপালপুর মহল্লার মৃত ইউসুফ আলী বিশ্বাসের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে রেখে গেছেন।

রোববার বাদ জোহর পাবনা জিলা স্কুল মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং আরিফপুর সদর গোরস্তানে দাফন করা হবে বলে পারিবারিকভাবে জানা গেছে।

জানা যায়, ইদ্রিস আলী বিশ্বাস ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন। প্রথম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পাবনা জিলা স্কুলে পড়াশোনা শেষে, ফৌজদারহাট ক্যাডেট কলেজে ভর্তি হন এবং সেখান থেকে এইচএসসি সমমান উত্তীর্ণ হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি কর্মজীবন শুরু করেন কৃষি ব্যাংকের অফিসার হিসেবে। পরবর্তীতে পারিবারিক ব্যাবসার দায়িত্ব গ্রহণ করে সততা, নিষ্ঠা ও প্রজ্ঞার মাধ্যমে পাবনা জেলার সুনামধন্য ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠিত হন।

শিক্ষাক্ষেত্র ও মানবকল্যাণে তাঁর অবদান অনন্য। তিনি “সালেহা খাতুন আদর্শ স্কুল অ্যান্ড কলেজ” প্রতিষ্ঠা করেন, যা আজও তার মানবিক চিন্তা ও শিক্ষার প্রতি ভালোবাসার স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে।  তিনি আজীবন সমাজ উন্নয়ন, শিক্ষা বিস্তার ও মানবসেবায় নিবেদিত ছিলেন।

তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি আরও বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, পাবনা রাইফেলস ক্লাবের সহ-সভাপতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পাবনা ইউনিটের  সহ-সভাপতি, বিসিক শিল্প মালিক সমিতি, পাবনার সাবেক সভাপতি,  নাসিব (NASCIB) পাবনা জেলা শাখার সভাপতি। চালকল মালিক সমিতি, পাবনা জেলার সভাপতি, আদর্শ মহিলা কলেজ, পাবনার সাবেক অধ্যক্ষ, রোটারি ক্লাব অব এভারগ্রিন, পাবনার প্রেসিডেন্ট ছিলেন।

তাঁর প্রজ্ঞা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ তাঁকে পাবনা জেলার এক অনন্য প্রেরণাদায়ক ব্যক্তিত্বে পরিণত করেছে। তাঁর  মৃত্যুতে পাবনায় নেমে এসেছে শোকের ছায়া।
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জবাবদিহিতামূলক প্রশাসন গড়তে চাই : সাভার ইউএনও
জবাবদিহিতামূলক প্রশাসন গড়তে চাই : সাভার ইউএনও
মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
সিরাজগঞ্জ জেলা কারাগারে আ.লীগের নেতা বাচ্চুর মৃত্যু
সিরাজগঞ্জ জেলা কারাগারে আ.লীগের নেতা বাচ্চুর মৃত্যু