• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভারতে দুই অস্ট্রেলীয় নারী ক্রিকেটারকে যৌন হয়রানি

স্পোর্টস ডেস্ক    ২৫ অক্টোবর ২০২৫, ০৫:০৮ পি.এম.
অস্ট্রেলীয়া নারী ক্রিকেট দল। সংগৃহীত ছবি

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে দুই অস্ট্রেলীয় নারী ক্রিকেটারকে রাস্তায় অনুসরণ ও যৌন হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছেন ওই দুই ক্রিকেটার। বৃহস্পতিবার সকালে টিম হোটেল থেকে একটি ক্যাফেতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে দেখা যায়— এক ব্যক্তি আকাশী রঙের জিন্স, সাদা শার্ট ও টুপি পরে দুই ক্রিকেটারকে অনুসরণ করছেন। পুলিশ জানায়, ওই ব্যক্তির নাম আকিল, বয়স ২৮ বছর। তার বিরুদ্ধে যৌন হয়রানি ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনুসরণ— এই দুই ধারায় মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ফৌজদারি অপরাধে আগেও অভিযুক্ত ছিলেন আকিল। ঘটনার পরপরই দুই অস্ট্রেলীয় ক্রিকেটার তাদের দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সকে অবহিত করেন। স্থানীয় পুলিশের সহায়তায় দ্রুত তাদের নিরাপদে হোটেলে ফিরিয়ে আনা হয়।

পরে সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্রা খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার বিস্তারিত জবানবন্দি নেন। সাব-ইন্সপেক্টর নিধি রঘুবংশী জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে বাইকে করে আকিল দুই খেলোয়াড়কে অনুসরণ করছিলেন এবং কিছু দূর গিয়ে যৌন হয়রানি করেন।

পুলিশ বলছে, এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যাটাররা ব্যর্থ, লজ্জাজনক হার এড়ালেন বোলাররা
ব্যাটাররা ব্যর্থ, লজ্জাজনক হার এড়ালেন বোলাররা
৫–১ গােলে হেরে সফর শেষ বাংলাদেশের
৫–১ গােলে হেরে সফর শেষ বাংলাদেশের
আইসিইউতে ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার
আইসিইউতে ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার