বিচার বিভাগের কাঠামোগত বাস্তবায়নের আহ্বান প্রধান বিচারপতির

বিচার বিভাগের কাঠামোগত রূপান্তরের টেকসই বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৭২ বছর পূর্তি উপলক্ষে `গৌরবের ৭২ বছর' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এই আহ্বান জানান।
শনিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, `২০২৫ সালের সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে মন্ত্রিসভার নীতিগত অনুমোদন একটি সুপরিকল্পিত ও বহুপাক্ষিক প্রয়াসের ফল। গত পনেরো মাসে প্রধান বিচারপতির কার্যালয় ও অন্তর্বর্তী সরকারের নির্বাহী শাখার পারস্পরিক সহযোগিতা এ প্রক্রিয়াকে গতিশীল করেছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'
তিনি বলেন, `এখন প্রয়োজন- সুপ্রিম কোর্ট প্রশাসন, বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, জেলা আদালতের বিচারক ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা, যাতে কাঠামোগত রূপান্তরের টেকসই বাস্তবায়ন নিশ্চিত হয়।
প্রধান বিচারপতি জোর দিয়ে বলেন, আমরা সবাই একটি পারস্পরিক দায়বদ্ধ সম্পর্কের মধ্যে আবদ্ধ। পারস্পরিকতা, যুক্তিনিষ্ঠতা ও একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রবণতা পরিহার- এই তিন নীতিই বিচার বিভাগের স্বায়ত্তশাসনের স্থায়িত্বের মূল ভিত্তি হওয়া উচিত। অবিশ্বাস বা একতরফা সিদ্ধান্ত গ্রহণের সামান্য ইঙ্গিতও বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতার স্থাপত্যকে বিপন্ন করতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাঈন উদ্দীন, অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান প্রমুখ।
বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ দেশের বিচার বিভাগ, প্রশাসন ও আইনি পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠার ৭২ বছর পেরিয়ে বিভাগটি আজ এক ঐতিহ্যের ধারক হিসেবে জাতীয় জীবনে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।
ভিওডি বাংলা/ এমএইচ







