টপ নিউজ
বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৮১২ জন
ভিওডি বাংলা ডেস্ক
২৫ অক্টোবর ২০২৫, ০৭:১১ পি.এম.

গ্রেপ্তার প্রতীকী ছবি : ভিওডি বাংলা গ্রাফিক্স
সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৮১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে পরিচালিত অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ২৮৭ জন এবং বিভিন্ন অপরাধে আরও ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের সময় ২টি এয়ারগান, একটি রাইফেল স্কোপ, ১০ রাউন্ড গুলি, ২ রাউন্ড কার্তুজ, একটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
ভিওডি বাংলা/ আরিফ







