প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে দেশে একটি আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই। বর্তমান বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আবশ্যক।
শনিবার (২৫ অক্টোবর) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিএনপি প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ‘৩১ দফা’ বিষয়ক মেধা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সামাজিক মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাথমিক বিদ্যালয় বলেও জানান তারেক রহমান।
এ সময় তিনি বলেন, শিক্ষাই হচ্ছে একটি জাতির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। ইতোমধ্যে বিএনপির একটি বিশেষজ্ঞ টিম দেশের বর্তমান শিক্ষা কারিকুলাম কিভাবে আরো উন্নত, কার্যকর এবং প্রযুক্তিনির্ভর করা যায় সে ব্যাপারে কাজ করছেন।
ভিওডি বাংলা/ এমপি






