নির্বাচনে একটি শক্তিশালী সরকার গঠন করা প্রয়োজন: হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে দুর্বল সরকার প্রতিষ্ঠার উদ্দেশ্যেই একটি রাজনৈতিক দল ভোটে সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) চালুর দাবি করছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
হাফিজ উদ্দিন বলেন, “পিআর পদ্ধতির মাধ্যমে এমন ব্যক্তিরাও সংসদে ঢুকে পড়তে পারেন, যারা জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্য নন। দুর্বল সরকার হলে দেশের কোনো লাভ হয় না। বরং এতে লাভবান হয় কিছু স্বার্থান্বেষী মহল। দেশপ্রেমিক জনগণ বিষয়টি ভালোভাবেই বোঝেন। তাই আসন্ন নির্বাচনে একটি শক্তিশালী সরকার গঠন করা প্রয়োজন।”
বিএনপি অতীতেও মিত্রদলগুলোকে সঙ্গে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “২০১৮ সালের নির্বাচনে জামায়াতে ইসলামীসহ অনেক দল ধানের শীষ প্রতীকে অংশ নিয়েছিল। এবারও জোটভুক্ত সব রাজনৈতিক দলকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য আমরা নির্বাচন কমিশনে লিখিতভাবে জানিয়েছি। ধানের শীষ জনগণের কাছে একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী প্রতীক। গ্রামের বহু ভোটার আছেন, যারা শুধু এই প্রতীকে ভোট দিতে কেন্দ্রে যান। তাই যারা আন্দোলনে ধানের শীষের পতাকা বহন করেছেন, তাদের বঞ্চিত করা দুঃখজনক হবে।”
দেশের নিরাপত্তা প্রসঙ্গে হাফিজ উদ্দিন আরও বলেন, “প্রতিবেশী রাষ্ট্র যদি সামরিক শক্তি প্রদর্শন করে, আমরা সামরিকভাবেই তার মোকাবেলা করব। দেশের জনগণকেই আমরা এক বিশাল বাহিনীতে পরিণত করব। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার্থীদের জন্য ন্যাশনাল সার্ভিসের মতো একটি প্রোগ্রাম চালু করা হবে, যেখানে তারা এক থেকে দুই বছর স্বেচ্ছায় সামরিক প্রশিক্ষণ নিতে পারবে।”
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবুর রহমান সরোয়ার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান জোহরা খাতুন জুঁই প্রমুখ।
ভিওডি বাংলা/ এমপি






