সাত বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ক্রেমারের প্রত্যাবর্তন

দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলে ফিরছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার। আসন্ন আফগানিস্তান সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ৩৯ বছর বয়সী এই তারকা বোলার।
ব্যক্তিগত কারণে দীর্ঘ সময় ক্রিকেট থেকে দূরে ছিলেন ক্রেমার। সর্বশেষ ২০১৮ সালের মার্চে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে জিম্বাবুয়ের হয়ে খেলেছিলেন তিনি। সেবার নিজের নেতৃত্বে দল বাছাইপর্ব পার হতে ব্যর্থ হলে ক্রিকেট থেকে নিজেই সরে দাঁড়ান এই লেগ স্পিনার।
বিরতির সময়ে ক্রেমার ছিলেন সংযুক্ত আরব আমিরাতে, যেখানে তার স্ত্রী মের্না পাইলট হিসেবে কর্মরত। সেই সময়টা মূলত পরিবারের সঙ্গে কাটিয়েছেন তিনি।
তবে ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন বেশ কিছুদিন ধরেই। এ বছরের শুরুতে দেশে ফিরে ন্যাশনাল প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি। সাত বছর পর মাঠে নেমে দারুণ ফর্ম দেখান—৪৫ ওভারের ফরম্যাটে নিজের প্রথম দুই ম্যাচেই ৪টি করে উইকেট শিকার করেন ক্রেমার।
জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দল:
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাডান্ডে, টাডিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টাশিঙ্গা মুসেকিওয়া, টিনোটেন্ডা মাপোসা, টনি মুনিয়োঙ্গা, ডিয়ন মেয়ার্স, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ব্রেন্ডন টেইলর।
ভিওডি বাংলা/ আরিফ







