উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন উঠলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: আমীর খসরু

বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দিয়ে সরকারকে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় বক্তৃতা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আমীর খসরু বলেন, ‘১৪ মাস ধরে একটি অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। তারা এক্সারসাইজ করছে। জাতীয় স্বার্থে সবাই এতে অংশ নিলেও, এর অর্থ এই নয় যে আমি যা চাই তা মানতে হবে।’
নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে খসরু বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের জন্য বিএনপির নেতাকর্মীরা জীবন দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীন নির্বাচন হতে গেলে, যারা দেশ পরিচালনা করছে, তাদের ব্যাপারে প্রশ্ন উঠলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।’
তিনি সরাসরি প্রশ্ন তোলেন, ‘যাদের নিয়ে প্রশ্ন উঠছে তাদেরকে সরিয়ে দিতে হবে। এদের ব্যাপারে রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া জানিয়েছে, তাদেরকে সরিয়ে না দিলে সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করলেও প্রশ্ন থেকে যাবে।’
খসরু বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তত্ত্বাবধায়ক সরকারের চরিত্র-বৈশিষ্ট্য সংবিধানে লেখা ছিল। প্রশ্নের সমাধান সরকারকে দিতে হবে। তিনি মনে করেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে এখনই পাবলিক পারসেপশন তৈরি করতে হবে।
খসরু দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘১৫ বছরের সংকটময় সময়ে কেউ ভোট দিতে পারিনি। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে নির্বাচনে যেতে হবে।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অনেকে ‘মবোক্রেসি’ করে রাস্তায় নেমে জোর করে দাবি আদায়ের চেষ্টা করছে। তিনি মনে করেন, দাবি মানাতে হলে তা ম্যানিফেস্টোতে উল্লেখ করে জনগণের কাছে নিয়ে যেতে হবে।
খসরু বলেন, ‘বিএনপি আজ রাস্তায় নামলে দেশের পরিস্থিতি কোথায় যাবে? কিন্তু বিএনপি নামবে না। আমরা দেশকে স্থিতিশীল রাখতে চাই, শান্তিতে রাখতে চাই।’ তিনি সব রাজনৈতিক দলের প্রতি সাংঘর্ষিক ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করার আহ্বান জানান।
ঐকমত্যের প্রক্রিয়ায় সব দফা সনদে প্রতিফলিত না হওয়ার বিষয়ে আমীর খসরু বলেন, ৩১ দফার সবকিছু সনদে প্রতিফলিত হয়নি। ঐকমত্য না হলেও ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি। যারা এখন সংস্কারের সবক দিচ্ছেন, বিএনপি যখন ৩১ দফা দিল, তাদের মুখ থেকে তখন ‘স’-ও বের হয়নি বলে তিনি সমালোচনা করেন।
তিনি নিশ্চিত করেন, সনদের আইনি ভিত্তি থাক বা না থাক, ‘বিএনপি যখন সই করেছে, অবশ্যই বাস্তবায়ন করবে’।
ভিওডি বাংলা/ এমপি/ এমএইচপি






