• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এশিয়া সফরে কিম জং উনের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ অক্টোবর ২০২৫, ০৮:০৫ পি.এম.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সংগৃহীত ছবি

আসন্ন এশিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ অক্টোবর) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ট্রাম্প বলেন, “আমি কিম জং উনের সঙ্গে দেখা করতে রাজি। যদি আপনারা সেটা প্রচার করতে চান, আমি তাতে আগ্রহী।” তিনি আরও উল্লেখ করেন, উত্তর কোরিয়ার নেতার সঙ্গে তার “চমৎকার সম্পর্ক” রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রাম্পের এই সফরে মালয়েশিয়া ও জাপানে একাধিক বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। তাদের মধ্যে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সফরটি এমন সময়ে হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্কনীতি ইস্যুতে পুনরায় বাণিজ্য আলোচনা শুরু হয়েছে।

২০১৯ সালে উত্তর কোরিয়ার মাটিতে পা রেখে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস সৃষ্টি করেছিলেন ট্রাম্প। প্রথম মেয়াদে কিমের সঙ্গে তিনি তিনবার সাক্ষাৎ করেছিলেন। তবে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কোনও চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

সম্প্রতি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে কিম জং উনের বক্তব্য প্রকাশিত হয়, যেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ‘অযৌক্তিক’ পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি থেকে সরে আসে, তাহলে তিনি ট্রাম্পের সঙ্গে আবারও সাক্ষাৎ করতে রাজি।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার একীকরণমন্ত্রী চুং ডং-ইয়ং জানিয়েছেন, এপেক ফোরামের সময় দুই নেতার দেখা হওয়ার “উল্লেখযোগ্য সম্ভাবনা” রয়েছে। তবে আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ট্রাম্পের সরকারি সূচিতে এমন কোনও বৈঠক এখনো অন্তর্ভুক্ত করা হয়নি।

ট্রাম্পের সফরের প্রথম গন্তব্য হবে মালয়েশিয়া, যেখানে তিনি আসিয়ান সম্মেলনে যোগ দেবেন। এরপর আগামী বুধবার দক্ষিণ কোরিয়ার বুসান শহরে পৌঁছে প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিলিস্তিনে সেনা পাঠাতে চায় মালয়েশিয়া
ফিলিস্তিনে সেনা পাঠাতে চায় মালয়েশিয়া
ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ
ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ
পৃথিবীর সেরা পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার — দাবি পুতিনের
পৃথিবীর সেরা পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার — দাবি পুতিনের