বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম ‘মন্থা’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ইতোমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে এবং ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘মন্থা’, যা থাইল্যান্ডের দেওয়া নাম। স্থানীয় ভাষায় এর অর্থ ‘সুগন্ধি ফুল’ বা ‘সুন্দর ফুল’।
শনিবার (২৫ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (বিজ্ঞপ্তি-১) এই তথ্য জানানো হয়েছে।
অবস্থান ও গতিবেগ
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়েছে। শনিবার সকাল ৬টায় নিম্নচাপটি অবস্থান করছিল:
চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩২০ কিমি দক্ষিণে
কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৪৫ কিমি দক্ষিণে
মোংলা সমুদ্রবন্দর থেকে ১৩২০ কিমি দক্ষিণে
পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৭০ কিমি দক্ষিণে
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিমির মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিমি, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
সতর্কতা ও নির্দেশনা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উপরন্তু, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/ আরিফ






