• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘চুক্তি না হলে উন্মুক্ত যুদ্ধ হবে’— পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ অক্টোবর ২০২৫, ১০:১১ পি.এম.
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। সংগৃহীত ছবি

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে সামরিক সংঘাতের পর দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি আন্তঃসীমান্ত নদী কুনারের ওপর আফগানিস্তানের তড়িঘড়ি বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নতুন করে পরিস্থিতিকে জটিল করেছে।

পাশাপাশি, পাকিস্তানের পক্ষ থেকে উন্মুক্ত যুদ্ধের হুঁশিয়ারি এসেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, “আমাদের সামনে বিকল্প আছে; যদি কোনো চুক্তি না হয়, তাহলে উন্মুক্ত যুদ্ধ হবে। তবে আমি দেখেছি, তারা শান্তি চায়। চুক্তি হওয়ার পর গত চার থেকে পাঁচ দিনে নতুন করে কোনো সংঘর্ষ ঘটেনি এবং উভয়পক্ষই যুদ্ধবিরতি মেনে চলছে।”

তবে তিনি সতর্ক করেছেন, “ইস্তাম্বুলে চলমান আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছাতে না পারলে তা দুই দেশকে উন্মুক্ত যুদ্ধের দিকে নিয়ে যাবে। আর তেমনটি হলে পাকিস্তান কোনো ছাড় দেবে না।”

শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে, যা রোববারও চলবে। আলোচনায় সীমান্ত সংঘাত এড়ানো এবং চলমান সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

এদিকে তালেবান নেতা আফগানিস্তানের জ্বালানি ও পানি মন্ত্রণালয়কে কুনার নদীর ওপর বাঁধ নির্মাণের নির্দেশ দিয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, “বিদেশি কোম্পানির জন্য অপেক্ষা না করে দেশীয় কোম্পানির সঙ্গে চুক্তি করে প্রকল্পটি শুরু করতে বলা হয়েছে। আফগানদের নিজস্ব পানি ব্যবস্থাপনার অধিকার রয়েছে।”

নদীর পানি বন্টন ইস্যু ইস্তাম্বুল বৈঠকে আলোচনা হতে পারে। কুনার নদী পাকিস্তানের শুষ্ক অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ পানি উৎস, এবং এর প্রবাহে সামান্য বাধা হলেও দেশটির জন্য ভয়াবহ প্রভাব পড়তে পারে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিলিস্তিনে সেনা পাঠাতে চায় মালয়েশিয়া
ফিলিস্তিনে সেনা পাঠাতে চায় মালয়েশিয়া
ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ
ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ
পৃথিবীর সেরা পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার — দাবি পুতিনের
পৃথিবীর সেরা পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার — দাবি পুতিনের