• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবু বাকের মজুমদারকে ককটেল হামলার অভিযোগ

ভিওডি বাংলা ডেস্ক    ২৫ অক্টোবর ২০২৫, ১০:৪৮ পি.এম.
এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার রাত (২৫ অক্টোবর) আবু বাকের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। তবে এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আবু বাকের মজুমদার তার ফেসবুক পোস্টে লিখেছেন, “কিছুক্ষণ আগে, রাত ৮টা ২৩/২৪ মিনিটের সময় ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমার বাইকের সামনে ককটেল মারা হয়েছে। রূপায়ণ টাওয়ারে সাংগঠনিক মিটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম। রাজনৈতিক কারণে এক্সটার্নাল এবং ইন্টারনাল অনেকের শত্রু হয়েছি। আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছি, দোয়া করবেন।”

জাতীয় ছাত্রশক্তি সম্প্রতি বিলুপ্ত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) স্থানান্তরিত হয়ে গঠিত হয়েছে। সাবেক বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করাই এই নতুন নামের ঘোষণা দেন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করা হয়। প্রতিষ্ঠার সময় থেকেই আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আবু বাকের মজুমদার।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমার বিশ্বাস নির্বাচনে আ’লীগ অংশগ্রহণের সুযোগ পাবে: শেখ হাসিনা
আমার বিশ্বাস নির্বাচনে আ’লীগ অংশগ্রহণের সুযোগ পাবে: শেখ হাসিনা
বিএনপির সদস্য হতে পারবে না ফ্যাসিস্ট দলের দোসররা: রিজভী
বিএনপির সদস্য হতে পারবে না ফ্যাসিস্ট দলের দোসররা: রিজভী
ঢাকা-১০ আসনে নির্বাচনী প্রচারণায় শেখ রবিউল আলম
ঢাকা-১০ আসনে নির্বাচনী প্রচারণায় শেখ রবিউল আলম