• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যশোরে দুই কোটি টাকার সোনার বারসহ আটক ১

যশোর প্রতিনিধি    ২৬ অক্টোবর ২০২৫, ০২:১৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ান সদস্যরা আটটি স্বর্ণের বারসহ  শেখ অলিউল্লা (৫৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে । 

রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে যশোর সদর উপজেলার যশোর-খুলনা মহাসড়কের মুড়লীর মোড় থেকে তাকে আটক করা হয়।

আটক শেখ অলিউল্লা (৫৫) সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কটিয়া গ্রামের শেখ আরিজুল্লাহর ছেলে। আটক করার সময় তার কাছ থেকে কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত সোনার বারগুলোর ওজন ১ কেজি ২০ গ্রাম। যার বাজারমূল্য ১ কোটি ৮৩ লাখ ২ হাজার ৩৪১ টাকা। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৬টার দিকে মুড়লীর মোড় এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় শেখ অলিউল্লাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করলে তার কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ৮টি স্বর্ণের বার পাওয়া যায়।

৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অলিউল্লা জানিয়েছেন- ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো তিনি নিয়ে যাচ্ছিলেন। ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারিদের নিকট থেকে তিনি বারগুলো সংগ্রহ করে যশোরে যাচ্ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, আটক অলিউল্লার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহালছড়িতে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার
মহালছড়িতে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার
কালিয়ায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা
কালিয়ায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা
রাজারহাটের তিস্তার চরের মানুষের একমাত্র ভরসা ভার ও নৌকা
রাজারহাটের তিস্তার চরের মানুষের একমাত্র ভরসা ভার ও নৌকা