• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপি নেতা নাসিম আকনের জানাজায় জনসমুদ্র

ঝালকাঠি প্রতিনিধি    ২৬ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) নাসিম উদ্দিন আকনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার তার নিজ বাড়িতে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

এর আগে সকাল ১০টার দিকে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা, যেখানে অংশ নেন হাজারো মানুষ। এলাকাবাসীর মতে, এটি রাজাপুরের ইতিহাসে অনুষ্ঠিত সবচেয়ে বড় জানাজাগুলোর একটি।

জানাজায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, জেলা যুবদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান, গোলাম আজম সৈকত, ব্যারিস্টার মোহাম্মদ জাকারিয়াসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বরিশালে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাতে দ্বিতীয় জানাজা হয় ঝালকাঠি এন.এস. কামিল মাদ্রাসা (নেছারাবাদ) মাঠে।

উল্লেখ্য, শনিবার বেলা পৌনে ১২টার দিকে রাজাপুর–ভাণ্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকায় হামিম পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে নাসিম আকন ছিটকে সড়কের পাশের ডোবায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

নাসিম উদ্দিন আকন রাজাপুর বিএনপির রাজনীতিতে সাহসী, কর্মীবান্ধব ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, “এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। তবে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং চালক পলাতক রয়েছে।”

বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল