• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বগুড়া-৩ আসনে বিএনপির ৫ মনোনয়ন প্রত্যাশী একাট্টা

বগুড়া প্রতিনিধি:    ২৬ অক্টোবর ২০২৫, ০৬:২৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফোন না পেয়ে বগুড়া-৩ (আদমদীঘি-দুপঁচাচিয়া) আসনের ৬ মনোনয়ন প্রত্যাশির মধ্যে ৫ জন একাট্টা হয়েছেন। তারা ৫জন শুক্রবার বিকেলে আসনটির সান্তাহারে একসঙ্গে সভা করেছেন। তাতে করে মনোনয়ন নিয়ে ওই এলাকায় বিভাজন দেখা দিয়েছে। 

৬ মনোনয়ন প্রত্যাশী হলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল,আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোহিত তালুকদার, সান্তাহার পৌর বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফিরোজ মো. কামরুল হাসান, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক লায়ন ফরিদ আহমেদ।

এদের মধ্যে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোহিত তালুকদারের সাথে তারেক রহমান ১৪ অক্টোবর রাতে কথা বলে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নেন। বিষয়টি আব্দুল মোহিত তালুকদারের অনুসারিরা জানতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। তিনি মনোনয়ন পেয়েছেন বলে তার অনুসারিরা ফেসবুকে নিশ্চিত করে পোষ্ট দেন। তাতে করে সেখানকার অন্য মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। ক্ষোভ তৈরি হয় অন্য মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে। এরই এক পর্যায়ে আব্দুল মোহিত তালুকদার ছাড়া অন্য মনোনয়ন প্রত্যাশিরা একাট্টা হয়ে এক সঙ্গে ধানের শীষের পক্ষে সভা করেছেন।

সান্তাহার ইউনিয়ন বিএনপির ৫ ও ৬ নং ওয়ার্ড শাখার উদ্যোগে তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও সদস্য সংগ্রহ উপলক্ষে ওই মত বিনিময় সভায় আব্দুল মোহিত তালুকদার ব্যাতিত অন্য ৫ মনোনয়ন প্রত্যাশি একত্র হয়ে বক্তব্য রাখেন। সভায় তারা অবশ্য আব্দুল মোহিত তালুকদারের পক্ষে-বিপক্ষে কোন বক্তব্য রাখেননি।

দলীয় সূত্র জানায় তারেক রহমানের ফোন না পেয়ে ওই ৫জন একত্র হয়ে মাঠে নেমেছেন তারা প্রকাশ্যে আব্দুল মোহিত তালুকদারের বিরোধিতা না করলেও তলে তলে বিরোধীতা করছেন। সেখানে ইতিমধ্যে বিভাজান তৈরি হয়েছে।

আসনটির মনোনয়ন প্রত্যাশী আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোহিত তালুকদার বলেন তারেক রহমান ফোন করে নির্বাচনের প্রস্তুতি সর্ম্পকে জানতে চান। তাঁর কথা শুনে মনে হয়েছে আমি মনোনয়ন পাবো। সেভাবে মাঠে কাজ করছি।

জেলা বিএনপির সহ সভাপতি ও শহর বিএনপির সভাপতি আসনটির অপর মনোনয়ন প্রত্যাশি হামিদুল হক চৌধুরী হিরু বলেন,আমরা ৫ মনোনয়ন প্রত্যাশি এক সঙ্গে যে সভা করেছি সেখানে কারও বিপক্ষে নয় ধানের শীষের পক্ষে এবং আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফার পক্ষে কথা বলেছি।

ভিওডি বাংলা/ শাহনেওয়াজ শাওন /এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহালছড়িতে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার
মহালছড়িতে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার
কালিয়ায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা
কালিয়ায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা
রাজারহাটের তিস্তার চরের মানুষের একমাত্র ভরসা ভার ও নৌকা
রাজারহাটের তিস্তার চরের মানুষের একমাত্র ভরসা ভার ও নৌকা