জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না করে যদি নির্বাচনে যাই: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় পার্টির (জাপা) মাধ্যমেই আওয়ামী লীগ পুনরায় সক্রিয় হবে। তাই নির্বাচনের আগে জাপার বিষয়ে একটি স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া জরুরি। অন্যথায় নির্বাচনে গেলে ‘শনির দশা’ অপেক্ষা করছে বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, নির্বাচন বিঘ্নিত হোক, আমরা তা চাই না। কিন্তু জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না করে যদি নির্বাচনে যাই, তাহলে আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে। এই জাতীয় পার্টির মাধ্যমেই আওয়ামী লীগ ‘ব্যাক’ করবে।
তিনি আরও বলেন, ফরিদপুর, মাদারীপুর ও খুলনাসহ যে এলাকাগুলোকে ‘আওয়ামী লীগ ঘাঁটি’ হিসেবে ধরা হয়, সেসব জায়গায় জাপার মাধ্যমেই দলটি নির্বাচনে নাশকতা ঘটাতে পারে এবং আন্তর্জাতিকভাবে নির্বাচনকে কলঙ্কিত করার চেষ্টা চালাতে পারে। তাই নির্বাচনের আগে জাতীয় পার্টি ইস্যুতে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসা জরুরি বলে মন্তব্য করেন নুর।
জাপা চেয়ারম্যান জিএম কাদেরের সাম্প্রতিক এক বক্তব্যের কড়া সমালোচনা করে নুর বলেন, কিছুদিন আগেই তিনি একটি বক্তব্য দিয়েছিলেন। তিনি কীভাবে এই দুঃসাহস দেখাতে পারেন এবং বলতে পারেন, আওয়ামী লীগ ছাড়া নাকি এই দেশে কোনো নির্বাচন হবে না?
আগামীর বাংলাদেশ নিয়ে নিজের আকাঙ্ক্ষা তুলে ধরে নুর বলেন, আমরা চাই, আগামীর বাংলাদেশ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গড়ে উঠুক। সেই বাংলাদেশে হানাহানি, মারামারি ও বিভাজন থাকবে না।
ভিওডি বাংলা/ এমপি/ এমএইচপি






