• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ নেই: আমির খসরু

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৬ অক্টোবর ২০২৫, ১০:৪০ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি-সংগৃহীত

দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভেদ তৈরি হয়নি বলে দাবি করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (২৬ অক্টোবর) দুপুরে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমাদের মধ্যে কোনো বিভেদ হচ্ছে না। আমাদের প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন, চিন্তা, ভাবনা, রূপরেখা আছে। এজন্য সবকিছু এক জায়গায় হবে না।’

‘যার যার অবস্থানে আমাদের যে ইশতেহার আছে, আমরা সেই ইশতেহার নিয়ে জনগণের কাছে যাব। জনগণ ম্যান্ডেট আমরা নেব’-যোগ করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, ‘জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে পরিবর্তন আসবে। এটাও ঠিক অনেকগুলো পরিবর্তন রাতারাতি আসবে না। এগুলো পাবলিক ডিসকোর্সে আলাপ-আলোচনার মধ্যে রাখতে হবে। যে কয়টার সমাধান হবে না, সেটাকে আমাদের জনসমক্ষে আলাপ-আলোচনার মধ্যে রাখতে হবে। আলোচনা চলতে থাকবে।’

ঢাকার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভা হয়। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সভাপতিত্বে ও ফারুক খানের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্য সৃষ্টি করেছে—সালাহউদ্দিন
জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্য সৃষ্টি করেছে—সালাহউদ্দিন
তৃতীয় লিঙ্গের সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের
তৃতীয় লিঙ্গের সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের
জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু
জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু