• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক    ২৬ অক্টোবর ২০২৫, ১০:৪৮ পি.এম.
যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ। সংগৃহীত ছবি

ভেনেজুয়েলার উপকূলের কাছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ, যা ভেনেজুয়েলার নিকটবর্তী এলাকায় যৌথ মহড়ায় অংশ নেবে।

বার্তাসংস্থা এএফপি’র সাংবাদিকরা নিশ্চিত করেছেন, জাহাজটি বর্তমানে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর পোর্ট অব স্পেন বন্দর থেকে দৃশ্যমান। দেশটির সরকার গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাহাজ আগমনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়।

এই পদক্ষেপ এসেছে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো’র ওপর কূটনৈতিক ও রাজনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা করছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ২৫ অক্টোবর তিনটি সামরিক সূত্রের বরাতে জানা গেছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ভেনেজুয়েলায় হামলার পরিকল্পনা বিবেচনা করছেন, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

এর আগে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ ইউরোপে অবস্থানরত নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ ‘ফোর্ট’-কে ক্যারিবিয়ান অঞ্চলে মোতায়েনের নির্দেশ দেন, যা সম্ভাব্য বড় ধরনের সামরিক প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের দাবি, ভেনেজুয়েলা মাদক উৎপাদন ও চোরাচালানে জড়িত, এবং কোকেইন পাচারের রুট ব্যবহার করে যুক্তরাষ্ট্রে মাদক পাঠানো হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্র সম্প্রতি মাদকবাহী নৌকা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

ভিওডি বাংলা/ আরিফ

তবে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, এসব হামলায় অনেক সময় সাধারণ জেলেদের নৌকাও লক্ষ্যবস্তু হয়েছে।

সিএনএন-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভেনেজুয়েলায় বৃহৎ পরিসরে কোকেইন উৎপাদনের প্রমাণ পাওয়া যায়নি, তবুও ট্রাম্প প্রশাসন মাদুরো সরকারকে দায়ী করার চেষ্টা করছে।

যদিও সামরিক প্রস্তুতি জোরদার হচ্ছে, যুক্তরাষ্ট্র এখনো বলছে, কূটনৈতিক উপায়ে সমাধানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে গত কয়েক সপ্তাহে মাদুরো সরকারের সঙ্গে সব ধরনের সরাসরি যোগাযোগ বন্ধ রেখেছে ওয়াশিংটন।

বিশ্লেষকদের মতে, এই ঘটনাটি লাতিন আমেরিকায় নতুন ভূ-রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আবারও শক্তভাবে আলোচনায় এসেছে।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিলিস্তিনে সেনা পাঠাতে চায় মালয়েশিয়া
ফিলিস্তিনে সেনা পাঠাতে চায় মালয়েশিয়া
পৃথিবীর সেরা পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার — দাবি পুতিনের
পৃথিবীর সেরা পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার — দাবি পুতিনের
মালয়েশিয়ায় পা রেখেই নেচে উঠলেন ট্রাম্প
মালয়েশিয়ায় পা রেখেই নেচে উঠলেন ট্রাম্প