‘সাজিদকে ইবি শিক্ষার্থীরাই হত্যা করেছে’ তদন্তে সিআইডির ধারণা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার তদন্তের অগ্রগতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিততিতে রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছে সিআইডি টিম। বৈঠক থেকে জানা যায়, সাজিদকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই হত্যা করেছে বলে ধারণা করছে সিআইড'র তদন্ত টিম।
রোববার (২৬ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় সিআইডিতে তদন্তের স্বার্থে সার্বিক সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দেন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবদুল বারী, সিআইডি টিম, ছাত্রদল, ছাত্রশিবির-সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ইবি শাখার সাবেক সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
বৈঠকে সর্বসম্মতিক্রমে দু’টি সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতি দুই সপ্তাহ পর পর সিআইডি টিম কর্তৃক প্রেস ব্রিফিং করে তদন্তের অগ্রগতি জানানো।অন্যটি, তদন্তের স্বার্থে সিআইডি যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারবে মর্মে ইবি প্রশাসন প্রজ্ঞাপন জারি করবে।
এসময় তদন্ত টিম জানান, ‘আমরা আন্তরিকতা দিয়ে কাজ করে যাচ্ছি। অনেকগুলো দিক নিয়ে আগাচ্ছি। এর মধ্যে ওই দিনের একটা সিসিটিভি ফুটেজ হাতে এসেছে, ঝাপসা হওয়ায় সনাক্ত করা কঠিন হয়ে যাচ্ছে। সিআইডি মিডিয়াও পাঠানো হয়েছে। এক্ষেত্রে সবার সহযোগিতা চাচ্ছি। সাজিদকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই হত্যা করেছে বলে ধারণা করছি। তদন্ত করতে গিয়ে সবকিছু প্রকাশ করা যায় না। আমাদের আরেকটু সময় দিলে এবং সবার সহযোগিতা পেলে হত্যাকারীকে বের করতে পারবো।’
বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্থাৎ যাদের সন্দেহভাজন মনে হবে তাদের জিজ্ঞেসাবাদ করার জন্য কর্তৃপক্ষ লিখিত প্রজ্ঞাপন দিতে হবে। তাহলে কাজ সহজ হবে।’
আলোচনায় উপস্থিত প্রক্টর অধ্যাপক অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘আজকের বৈঠকে ২টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যথা— সন্দেহভাজনকে জিজ্ঞেসাবাদের অনুমতি ও নিয়মিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তদন্তের আপডেট দেওয়া। আমি সিদ্ধান্তগুলো উপাচার্য বরাবর অবহিত করবো।’
ভিওডি বাংলা/ এমএইচ






