ইবি'র লালন শাহ্ হল সংস্কারে ছাত্রশিবিরের ২০ দফা দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ্ হলের সার্বিক উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতের লক্ষে ২০ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রশিবির।
সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২ টার দিকে হল প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান-এর নিকট এ স্মারকলিপি জমা দেন সংগঠনটির হল শাখার নেতৃবৃন্দরা।
স্মারকলিপিতে উচ্চ গতি সম্পন্ন ওয়াই-ফাই ব্যাবস্থা, ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন, মসজিদ সংস্কার, মসজিদে এসির ব্যবস্থা-সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
স্মারকলিপিতে উল্লেখিত তাদের দাবির মধ্যে নিরবিচ্ছিন্ন ও উচ্চ গতি সম্পন্ন ওয়াই-ফাই সংযোগ, খাবারের মান উন্নয়ন, ভর্তুকি বৃদ্ধি, মেধার ভিত্তিতে সিট বরাদ্দ, হলের মসজিদ নিয়মিত পরিচ্ছন্ন, মসজিদের ছাদ সংস্কার করা ও এসি স্থাপন, প্রত্যেক রুমে সিলিং ফ্যান, রিডিং রুমে জব রিলেটেড সকল বইয়ের ব্যবস্থা, হল অফিসের কর্মকর্তাদের মধ্যে কর্ম চাঞ্চল্য ফিরিয়ে আনা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ও ২৪ ঘণ্টার প্রহরী, জাতীয় দিবসগুলোতে স্পেশাল খাবার, ডিবেটিং সোসাইটির রুমে ডেকোরেশন, টয়লেট ও বাথরুম সমূহ নিয়মিত পরিষ্কার ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা, শিক্ষার্থীদের জন্য ফ্রিজের ব্যবস্থা, হলের প্রতিটি ব্লকে দ্রুত সময়ের মধ্যে সিসি টিভি ক্যামেরা, হলের দেওয়াল ও দরজার উপর থেকে পতিত ফ্যাসিস্টদের নাম অপসারন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে পুরো হল রং, হলের প্রতিটি ব্লকে ময়লা ফেলার জন্য ঢাকনা সম্পন্ন ডাস্টবিন, ও হলে সাঁপের উৎপাত নিরসনে স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা।
ছাত্রশিবিরের লালন শাহ্ হল শাখা সভাপতি মো. মাহমুদুল ইসলাম বলেন, ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীদের কল্যানে কাজ করে থাকে। জুলাই অভ্যুত্থানের পরে হল প্রশাসনের সাথে কথা বলে বেশ কিছু কাজ করা হয়েছে।
তিনি বলেন, দুঃখের বিষয় এই হলের ওয়াই-ফাই চলে কচ্ছপের গতিতে। এছাড়া বেশকিছু গুরুত্বপূর্ণ সমস্যার চলমান রয়েছে। যেগুলো আমরা স্মারকলিপিতে তুলে ধরেছি। আমাদের প্রত্যাশা হলো, যে কোনো মূল্যে আমাদের এই যুক্তি সম্মত দাবিগুলো খুবই অল্প সময়ের মধ্যে বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।
লালন শাহ্ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান দাবি-দাওয়া পূরণের ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টি পোষণ করে বলেন, প্রস্তাবিত দাবিসমূহ একটি চলমান প্রক্রিয়া। এ দাবিসমূহের উপর কাজ করা হচ্ছে এবং কাজ করে যাব।
এর পাশাপাশি তিনি হল মসজিদে এসি স্থাপন, শিক্ষার্থীদের জন্য ফ্রিজ ও প্রতিটি রুমে ফ্যানের ব্যাবস্থা করার মত বড় বাজেটের কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসনে ইতিবাচক দৃষ্টি কামনা করেন। এছাড়া হলের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হল প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থীদের সচেতন ভূমিকা রাখার আহবান জানান।
ভিওডি বাংলা/ এমএইচ






