রাজশাহীতে একটি ভবনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ

রাজশাহী মহানগরীর উপশহর ৩নং সেক্টরের একটি ভবনে এই ঘটনা ঘটেছে। ভূমির মালিকের নাম রেজাউল হক চৌধুরী।
তিনি ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর উপশহর ৩নং সেক্টরে তার ১৭৯নং প্লটে একটি ৯ তলা আবাসিক ভবন নির্মাণের জন্য আবেদন করেছিলেন।
ডেভেলপার নর্থ প্রোপাইটিজ এর মালিক ফারুক হোসেনের সাথে চুক্তিবদ্ধ হন। চুক্তি শর্ত অনুয়ায়ি জমির মালিক হিসেবে মার্চ ২০২৫ এর মধ্যে রেডি ফ্ল্যাট হস্তান্তর করার কথা থাকলেও তা না করে শুধুমাত্র ডেভেলপার তার প্রাপ্ত ফ্ল্যাটগুলোর নির্মাণ কাজ সমাপ্ত করেন। বাস্তবে দেখা যায় (রেজাউল হক চৌধুরী) ফ্ল্যাটগুলোর ইটের গাঁথুনি সম্পন্ন করেননি।
তিনি বলেন, চুক্তিপত্রের ৮নং কলামের বর্ণিত নিয়ম ও বিধি লংঘন করে শুধুমাত্র ডেভেলপার তার প্রাপ্ত ফ্ল্যাটগুলোর কাজ চালু রেখে এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ হতে পাওয়ার অনুমোদন সেল পারমিশন রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রেশন ও ভূমি অফিস হতে নামজারি খাজনা ইত্যাদী কাজগুলো করার পূর্বেই আমার সহি জাল করে বে-আইনীভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার হয়।
এর প্রেক্ষিতে ওই ভবনে বিদ্যুৎ সংযোগ না দেওয়ার জন্য গত ২০২৫ সালের ০৯ এপ্রিল আইনজীবীর মাধ্যমে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) কর্তৃপক্ষকে নোটিশ প্রদান করা হয়। কিন্তু তার আপত্তি সত্ত্বেও সম্প্রতি ওই ভবনে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। এমতাবস্থায় ওই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে জন্য ভূমির মালিক রেজাউল হক চৌধুরী কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন।
ভিওডি বাংলা/ এমএইচ







