• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ী প্রতিনিধি    ২৭ অক্টোবর ২০২৫, ০৬:২৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখা।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাজবাড়ী শহরের আজাদী ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর রাজবাড়ী জেলা আমীর ও রাজবাড়ী-১ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম।

তিনি বলেন, “দেশের জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ আজ হুমকির মুখে। জনগণের মতামতকে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। এজন্য প্রয়োজন একটি নিরপেক্ষ সরকার ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ।”

এ সময় তিনি ৫ দফা দাবি তুলে ধরেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট আয়োজন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, দলীয় প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশন গঠন, রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতন বন্ধ, গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের রাজবাড়ী জেলা সেক্রেটারি আলীমুজ্জামান, রাজবাড়ী-২ আসনের মনোনীত প্রার্থী হারুন অর রশিদ, নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, সদর উপজেলার আমীর মাওলানা সৈয়দ আহমেদ খান প্রমুখ।

বিক্ষোভ ও সমাবেশে জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জবাবদিহিতামূলক প্রশাসন গড়তে চাই : সাভার ইউএনও
জবাবদিহিতামূলক প্রশাসন গড়তে চাই : সাভার ইউএনও
মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
সিরাজগঞ্জ জেলা কারাগারে আ.লীগের নেতা বাচ্চুর মৃত্যু
সিরাজগঞ্জ জেলা কারাগারে আ.লীগের নেতা বাচ্চুর মৃত্যু