শতাব্দীর ভয়াবহ ঘূর্ণিঝড় ‘মেলিসা’, ধেয়ে আসছে ২৬০ কিমি বেগে

উত্তর আমেরিকার দ্বীপরাষ্ট্র জ্যামাইকার কাছাকাছি পৌঁছেই শক্তি বাড়িয়ে ক্যাটাগরি পাঁচে উন্নীত হয়েছে হারিকেন ‘মেলিসা’। স্থানীয় সময় সোমবার (২৭ অক্টোবর) ঘূর্ণিঝড়টি ভয়াবহ রূপ নেয় বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
হারিকেনটি এখন ঘণ্টায় ১৬০ মাইল (২৬০ কিলোমিটার) বেগে ঝড়ো হাওয়া সৃষ্টি করছে এবং এর সঙ্গে হচ্ছে ৩০ ইঞ্চি (৭৬ সেন্টিমিটার) পর্যন্ত প্রবল বৃষ্টিপাত।
মার্কিন সংবাদ সংস্থা এপি জানায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) ‘মেলিসা’ জ্যামাইকার উপকূলে আছড়ে পড়তে পারে এবং বুধবার (২৯ অক্টোবর) কিউবা ও বাহামা অতিক্রম করবে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।
কিংস্টন থেকে প্রায় ১৩০ মাইল (২০৫ কিলোমিটার) দক্ষিণ–দক্ষিণপশ্চিমে এবং কিউবার গুয়ানতানামো থেকে ৩১৫ মাইল (৫০৫ কিলোমিটার) দূরে বর্তমানে ঘূর্ণিঝড়টির কেন্দ্র অবস্থান করছে। এনএইচসি জানায়, এটি পশ্চিম দিকে ঘণ্টায় ৩ মাইল (৬ কিলোমিটার) বেগে অগ্রসর হচ্ছে।
ঘূর্ণিঝড় পরিমাপক স্কেলে ক্যাটাগরি ৫ হচ্ছে সর্বোচ্চ স্তর, যেখানে বাতাসের গতিবেগ ১৫৭ মাইল (২৫০ কিলোমিটার) ছাড়িয়ে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি, যা সরাসরি ক্যারিবিয়ান অঞ্চলে আঘাত হানতে যাচ্ছে।
হারিকেন সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব জ্যামাইকার কিছু এলাকায় ৪০ ইঞ্চি (১ মিটার) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, আর পশ্চিম হাইতিতে হতে পারে ১৬ ইঞ্চি (৪০ সেন্টিমিটার) পর্যন্ত।
প্রতিবেদনে আরও সতর্ক করা হয়েছে, এই ঝড়ে ‘বিপর্যয়কর আকস্মিক বন্যা’ ও ‘অসংখ্য ভূমিধস’ ঘটতে পারে, যা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করছে।
সূত্র : এপি
ভিওডি বাংলা/ আরিফ







