ব্যাটাররা ব্যর্থ, লজ্জাজনক হার এড়ালেন বোলাররা

টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতা যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ দলের। একাধিক ক্রিকেটারকে সুযোগ দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত ফল। চট্টগ্রামে ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে নেমেও তাসের ঘরের মতো ভেঙে পড়ে টাইগারদের ব্যাটিং অর্ডার।
শেষদিকে নিচের সারির ব্যাটাররা কিছুটা লড়াই করলেও তা কেবলই হারের ব্যবধান কমিয়েছে। ১৬ রানের জয় নিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে সফরকারী দল। শাই হোপ সর্বোচ্চ অপরাজিত ৪৬ রান করেন। তাঁর সঙ্গে রোভম্যান পাওয়েল যোগ করেন ৪৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ গড়তে পারেনি বড় কোনো জুটি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে অলআউট হয় ১৪৯ রানে। ফলে ক্যারিবিয়ানরা ম্যাচটি জিতে নেয় ১৬ রানের ব্যবধানে।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে কেউই ইনিংস বড় করতে পারেননি। শুরুর ব্যাটারদের ব্যর্থতার পর শেষদিকে কিছু প্রতিরোধ গড়েন বোলাররা, তবুও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
সিরিজে এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত ওয়েস্ট ইন্ডিজ আগামী ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যেই নামবে। অন্যদিকে, বাংলাদেশ চাইবে নিজেদের ব্যাটিং দুর্বলতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৬৫/৩ (হোপ ৪৬*, পাওয়েল ৪৪*, অ্যাথানেজ ৩৪, কিং ৩৩; তাসকিন ২/৩৬, রিশাদ ১/৪০, নাসুম ০/১৫)।
বাংলাদেশ: ১৯.৪ ওভারে ১৪৯ (তানজিম ৩৩, হৃদয় ২৮, নাসুম ২০; হোল্ডার ৩/৩১, সিলস ৩/৩২, আকিল ২/২২)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: রোভম্যান পাওয়েল।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১–০ ব্যবধানে এগিয়ে।
ভিওডি বাংলা/ আরিফ







