ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের বালিকেসির প্রদেশ

তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৪৮ মিনিটে) এ কম্পন অনুভূত হয়।
দেশটির দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা আফাদ (AFAD) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ দশমিক ৯৯ কিলোমিটার গভীরে।
কম্পন অনুভূত হয়েছে ইস্তানম্বুল, বুরসা, মানসিয়া ও ইজমির প্রদেশেও। আফাদের তথ্য অনুযায়ী, সিন্দির্গি এলাকায় কয়েকটি বাড়িঘর ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি।
এর আগে চলতি বছরের আগস্ট মাসেও একই এলাকায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই থেকে বালিকেসির অঞ্চলে ছোট ছোট কম্পন নিয়মিতভাবে অনুভূত হচ্ছিল।
ভূতাত্ত্বিকভাবে বৃহৎ ফল্টলাইনের ওপর অবস্থানের কারণে তুরস্কে ভূমিকম্প প্রায়ই ঘটে। ২০২৩ সালের ভয়াবহ ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দেশটির দক্ষিণ ও দক্ষিণপূর্বাঞ্চলে ৫৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন, ধসে পড়ে হাজার হাজার ভবন। তুরস্কের প্রতিবেশী সিরিয়ায়ও নিহত হন অন্তত ৬ হাজার মানুষ।
সূত্র: এএফপি
ভিওডি বাংলা/জা







