• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিক্ষকের ‘বিতর্কিত’ মন্তব্যে রাবিতে মধ্যরাতের বিক্ষোভ

রাবি প্রতিনিধি    ২৮ অক্টোবর ২০২৫, ১১:১৩ এ.এম.
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আ আ মামুনের মন্তব্যের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের মধ্যরাতের বিক্ষোভ - ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ মামুনের বিতর্কিত মন্তব্যের জেরে মধ্যরাতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বিক্ষোভ শুরু হয়।

অধ্যাপক মামুন তার ফেসবুকে রাকসু হল সংসদের নারীদের শপথ গ্রহণের একটি ছবি শেয়ার করে লেখেন, “এই ব্যক্তিগত স্বাধীনতা আমি এন্ডর্স করছি। কাল আমি এরকম ব্যক্তিগত স্বাধীনতা পরে ও হাতে নিয়ে ক্লাসে যাবো। পরবো টু-কোয়াটার, হাতে থাকবে মদের বোতল। মদ তো ড্রাগ না! মদ পান করার লাইসেন্সও আমার আছে! শিবির আইসেন, সাংবাদিকরাও আইসেন!”

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা। পরে তিনি পোস্টটি মুছে ফেললেও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভে নামেন।

হল থেকে শিক্ষার্থীরা জোহা চত্বরে জড়ো হয়ে সেখান থেকে পশ্চিমপাড়ায় মেয়েদের হলগুলোর সামনে দিয়ে মিছিল করেন। এ সময় মেয়েরাও বিক্ষোভে অংশ নেন।
 
এ সময় তারা ‘মামুনের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘মামুনের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না, ‘মদখোরের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘তোমার আমার পরিচয়, হিজাব হিজাব’, ‘রাবিয়ানদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা হাফসা বলেন, “বিশ্ববিদ্যালয়গুলো দীর্ঘদিন ধরে হিজাব বিদ্বেষীদের আতুরঘরে পরিণত হয়েছে। আমরা চাই, অধ্যাপক মামুন তার মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইবেন, নতুবা তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে।”

রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার বলেন, “তার মন্তব্যে শিক্ষার্থীদের ও হিজাবধারী নারীদের অস্তিত্বে আঘাত লেগেছে। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, আমরা আগামীকাল সাংবাদিকতা বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করব।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাজিদ হত্যার বিচার দাবিতে ইবিতে প্রতীকী লাশ মিছিল
সাজিদ হত্যার বিচার দাবিতে ইবিতে প্রতীকী লাশ মিছিল
ইবি প্রেসক্লাবের সভাপতি আবির, সম্পাদক নাজমুল
ইবি প্রেসক্লাবের সভাপতি আবির, সম্পাদক নাজমুল
হাসিনা ও তার দোসরদের রাজনীতি করার অধিকার নেই: ডাকসু ভিপি
হাসিনা ও তার দোসরদের রাজনীতি করার অধিকার নেই: ডাকসু ভিপি