জ্যামাইকায় ধেয়ে আসছে ক্যাটাগরি–৫ হারিকেন মেলিসা

চলতি বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন মেলিসা ধেয়ে আসছে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র জ্যামাইকার দিকে। ইতোমধ্যেই হাইতি ও ডোমিনিকান রিপাবলিকে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।
ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার গতিবেগের ঝড়টি স্থানীয় সময় মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে দ্বীপটিতে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ইতোমধ্যেই বিভিন্ন এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (NHC) জানিয়েছে, মেলিসা এখন সর্বোচ্চ স্তরের ক্যাটাগরি–৫ ঝড়, ঘণ্টায় ২৮২ কিমি বেগে ক্রমেই শক্তিশালী হচ্ছে। এটি স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে জ্যামাইকায় আঘাত হানতে পারে।
ঝড়ের কারণে দেশজুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই লোকজনকে নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দিয়েছেন। দেশের ৮৮১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে সবাই বিনামূল্যে আশ্রয় নিতে পারবেন।
NHC সতর্ক করেছে, ঝড়টি ধীরগতির হওয়ায় দীর্ঘ সময় ধরে প্রবল বৃষ্টি হতে পারে, যা মারাত্মক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে। জ্যামাইকার রাজধানী কিংস্টনের দক্ষিণ-পশ্চিমে ঝড়টির অবস্থান ২৩৩ কিমি দূরে এবং পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় মাত্র ৬ কিমি বেগে অগ্রসর হচ্ছে।
এনএইচসি পরিচালক মাইকেল ব্রেনান বলেন, ‘ঝড়ের কেন্দ্র অতিক্রমের সময় বাইরে বের হওয়া যাবে না। মেলিসা খুব দ্রুত পুরো দ্বীপ পেরিয়ে যাবে।’
শিক্ষামন্ত্রী ডানা মরিস ডিকসন জানিয়েছেন, ‘এ ধরনের ঝড় আগে কখনো দেখা যায়নি। পুরো অক্টোবর জুড়ে মাটি ভিজে গেছে, ফলে ভারী বৃষ্টির সঙ্গে মিলিত হলে ভয়াবহ বন্যা ও ভূমিধস হবে।’
পরবর্তী চার দিনে জ্যামাইকায় প্রায় ১০০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে।
ভিওডি বাংলা/জা







