• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক    ২৮ অক্টোবর ২০২৫, ০১:১১ পি.এম.
গণপূর্ত অধিদপ্তর, প্রধান প্রকৌশলী, খালেকুজ্জামান চৌধুরী-ছবি সংগৃহীত

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন খালেকুজ্জামান চৌধুরী। এর আগে তিনি একই অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব তাসনিম ফারহানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়। আদেশটি মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে কার্যকর হবে। একই সঙ্গে বর্তমান প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তারকে রিজার্ভে পাঠানো হয়েছে।

মোহাম্মদ শামীম আক্তার ২০২০ সালে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্বগ্রহণ করেছিলেন। এর আগে তিনি হাউজ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।

সূত্রের বরাতে জানা যায়, শামীম আক্তারের চাকরি ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা ছিল। তবে তার মাত্র দুই মাস আগে তাকে রিজার্ভে পাঠানো হয়েছে। অভিযোগ রয়েছে, প্রধান প্রকৌশলী হিসেবে তার সময়ে বিভিন্ন উন্নয়ন ও মেরামত কাজে অনিয়মের ঘটনা ঘটলেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এছাড়া কিছু প্রকৌশলী যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা সংক্রান্ত চাপের মুখে আছেন, তাদের জন্য কোনো ভূমিকা নেননি। যার ফলে কর্মকর্তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ তৈরি হয়েছিল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ জমা আজ
জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ জমা আজ
হাওর রক্ষা মানে দেশের সামগ্রিক পরিবেশ রক্ষা: রিজওয়ানা হাসান
হাওর রক্ষা মানে দেশের সামগ্রিক পরিবেশ রক্ষা: রিজওয়ানা হাসান
শেষ বৈঠক ঐকমত্য কমিশনের, সুপারিশ পেশ কাল
শেষ বৈঠক ঐকমত্য কমিশনের, সুপারিশ পেশ কাল