• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না: ফারুক

নিজস্ব প্রতিবেদক    ২৮ অক্টোবর ২০২৫, ০১:১৪ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ইসলাম ধর্মকে বিকৃত করে নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না। তাই দেশকে আর বিভ্রান্তের দিকে ঠেলে না দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ে ভোটের মাঠে আসতে হবে জামায়াতকে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি জানান, নির্বাচন না দিয়ে ক্ষমতা আকড়ে ধরে রাখার চেষ্টা বিএনপির কোনো নেতাকর্মী সফল হতে দিবে না।

জামায়াতকে বন্ধু হিসেবে থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, কর্মসূচি নিয়ে মাঠে থাকুন, রাজনীতিবিদদের বেহেশতের কথা না বলাই ভালো। রাজনৈতিক বিভেদ সৃষ্টি না করাই ভালো মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা জামায়াতের উদ্দেশ্যে আরও বলেন, কর্মসূচি নিয়ে মাঠে যান, সাহস থাকলে নির্বাচনে আসুন। নির্বাচন সুষ্ঠু না হলে বাতিলের দাবি জামায়াতের টালাবাহানা বলেও মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মানবিক বাংলাদেশ গড়তে চাই: আমিনুল হক
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মানবিক বাংলাদেশ গড়তে চাই: আমিনুল হক
গণতন্ত্রের বিরুদ্ধে ফ্যাসিবাদের ষড়যন্ত্র : বাংলাদেশ ন্যাপ
গণতন্ত্রের বিরুদ্ধে ফ্যাসিবাদের ষড়যন্ত্র : বাংলাদেশ ন্যাপ
শাপলা নিয়েই নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস
শাপলা নিয়েই নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস