• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১ মাসে ১ কোটি ১৭ লাখ মুসল্লি ওমরাহে অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক    ২৮ অক্টোবর ২০২৫, ০১:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

হিজরি বর্ষের রবিউস সানি মাসে এক মাসে ১ কোটি ১৭ লাখের বেশি মুসল্লি ওমরাহ পালন করেছেন। এটি সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ সংখ্যা, যা সৌদি সরকারের উন্নত সেবা ও আধুনিক সুবিধার ফল হিসেবে ধরা হচ্ছে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীর সাধারণ কর্তৃপক্ষের যৌথ পরিসংখ্যান অনুযায়ী, এই বিপুল সংখ্যক ওমরাহযাত্রীর মধ্যে দেড় মিলিয়নেরও বেশি মুসল্লি এসেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশ থেকে।

মন্ত্রণালয় জানিয়েছে, ডিজিটাল টুল এবং সমন্বিত লজিস্টিক সেবার কারণে ওমরাহ যাত্রা আগের তুলনায় অনেক সহজ ও আরামদায়ক হয়েছে। বিদেশি মুসল্লিরা অনলাইনে আবেদন, বুকিং ও যাত্রা-সংক্রান্ত কার্যক্রম দ্রুত ও সহজে সম্পন্ন করতে পারছেন, ফলে শান্তিপূর্ণ পরিবেশে ইবাদত করতে পারছেন।

সৌদি সরকারের ভিশন ২০৩০–এর অংশ হিসেবে এই সেবার সম্প্রসারণ করা হচ্ছে, যার লক্ষ্য বিশ্বজুড়ে মুসলমানদের জন্য দুই পবিত্র মসজিদে পৌঁছানো আরও সহজ করা এবং আধ্যাত্মিক অভিজ্ঞতাকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা। নিরাপত্তা, আরাম এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করা সেবার প্রধান অগ্রাধিকার।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একযোগে কাজ করছে যাতে ডিজিটাল ও অপারেশনাল ব্যবস্থার মাধ্যমে মুসল্লিদের যাত্রা সহজ, নির্বিঘ্ন এবং তৃপ্তিদায়ক হয়। গত কয়েক বছরে ডিজিটাল ভিসা, অনলাইন নিবন্ধন, স্মার্ট ট্রান্সপোর্ট এবং নতুন অবকাঠামো উন্নয়নের ফলে ওমরাহতে অংশগ্রহণ কয়েকগুণ বেড়েছে।

সূত্র: সৌদি গেজেট

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের প্রবীণ আলেম মুফতি আহমদুল্লাহর ইন্তেকাল
দেশের প্রবীণ আলেম মুফতি আহমদুল্লাহর ইন্তেকাল
আজ সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী
আজ সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী
দেশব্যাপী পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী
দেশব্যাপী পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী