• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভাঙ্গুড়ায় যুবদলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি সম্পন্ন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ২৮ অক্টোবর ২০২৫, ০৬:২১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ২৮ অক্টোবর ভাঙ্গুড়া উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আনিসুর রহমান রিপন, উপজেলা যুবদলের সম্মানিত সদস্য মোঃ শামীম হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও যুবনেতা ইঞ্জি. মোঃ আলমগীর হোসাইন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিব আহাম্মেদ, জিয়া সাইবার ফোর্সের সাবেক সভাপতি মোঃ রানা আহমেদ দুলু, পৌর জিয়া সাইবার ফোর্সের সভাপতি মোঃ মিলন হোসেনসহ আরও অনেক নেতৃবৃন্দ।

ভাঙ্গুড়া উপজেলা যুবদলের সম্মানিত সদস্য মোঃ শামীম হোসেন মোল্লা বলেন, “এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রমে যুবসমাজের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়া উচিত। আমরা চাই তরুণরা পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝে এবং সামাজিক দায়বদ্ধতা পালন করে।”

পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আনিসুর রহমান রিপন বলেন, “জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি শুধু বৃক্ষরোপণ নয়, বরং আমাদের যুবনেতাদের মধ্যে সামাজিক সচেতনতা এবং দায়িত্ববোধ জাগ্রত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইঞ্জি. মোঃ আলমগীর হোসাইন বলেন, “পরিবেশ রক্ষা এবং পরিচ্ছন্নতা আমাদের সবার দায়িত্ব। আজকের এই কার্যক্রম যুবসমাজকে সচেতন করার পাশাপাশি সমাজে ইতিবাচক উদাহরণ স্থাপন করেছে।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
সিরাজগঞ্জ জেলা কারাগারে আ.লীগের নেতা বাচ্চুর মৃত্যু
সিরাজগঞ্জ জেলা কারাগারে আ.লীগের নেতা বাচ্চুর মৃত্যু
বেলকুচিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রিতে অনিয়ম
বেলকুচিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রিতে অনিয়ম