• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজবাড়ীতে জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি    ২৮ অক্টোবর ২০২৫, ০৬:৫৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর নির্দেশনায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীতে জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজবাড়ী পৌর শহরের ঐতিহাসিক আজাদী ময়দানে পৌর জাকের পার্টির আয়োজনে এ জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। জনসভায় ভার্চুয়ালি যুক্ত থেকে দলের নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী।

জনসভা ও র‌্যালিতে জেলা, উপজেলা ও পৌর জাকের পার্টি এবং সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন ও শ্লোগান নিয়ে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা জাকের পার্টি পশ্চিমের সভাপতি ও রাজবাড়ী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলী বিশ্বাস (কাঞ্চন)। সভার সভাপতিত্ব করেন রাজবাড়ী পৌর জাকের পার্টির সভাপতি মো. সহিদুল ইসলাম সহিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টি পূর্বের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম মিয়া, জেলা জাকের পার্টির সিনিয়র সহসভাপতি মো. নুরুল ইসলাম মোল্লা, জেলা ওলামা ফ্রন্টের সভাপতি মৌলানা ছালাম জেহাদি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বিশ্বাস (কাঞ্চন) বলেন, “আগামী জাতীয় নির্বাচনে সবাই গোলাপ ফুল মার্কায় ভোট দিন। গোলাপ ফুল শান্তির প্রতীক, ইসলামের প্রতীক। জাকের পার্টি নির্বাচিত হলে দেশে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। বর্তমানে জাকের পার্টির জোয়ার বইছে, যেখানেই মিছিল, সেখানেই জনস্রোত।"

তিনি আরও বলেন, “দেশকে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে জাকের পার্টির মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে। আমাদের লক্ষ্য শান্তি, মানবতা ও সেবার রাজনীতি প্রতিষ্ঠা।”

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
সিরাজগঞ্জ জেলা কারাগারে আ.লীগের নেতা বাচ্চুর মৃত্যু
সিরাজগঞ্জ জেলা কারাগারে আ.লীগের নেতা বাচ্চুর মৃত্যু
বেলকুচিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রিতে অনিয়ম
বেলকুচিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রিতে অনিয়ম