আপত্তিকর মন্তব্য
পুবাইল থানার ওসি ক্লোজড

জামায়াতে ইসলামীর আমিরের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ওসি শেখ মো. আমিরুল ইসলামকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. জাহিদ হোসেন ভূঞা স্বাক্ষরিত এক অফিস আদেশে ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
জানা গেছে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমিরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ এনে গতকাল সোমবার পূবাইল থানার ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন পূবাইল থানা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ শামীম হোসেন মৃধা ও গাজীপুর মহানগর মজলিসে শূরার সদস্য অধ্যাপক ডাক্তার মো. আমজাদ হোসেন খান।
অভিযোগে বলা হয়, পূবাইল থানার ওসি আমিরুল ইসলাম (মুরাদ) একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করেন। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফেসবুকে ওসি আমিরুল ইসলাম মুরাদ লিখেছেন- জামায়াতের লোকেরা স্বাধীনতাবিরোধী এবং তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে কিনা- সেটার জন্য গণভোট হওয়া প্রয়োজন। ফেসবুকের এ মন্তব্যের স্ক্রিনশট এবং কিছু ভিডিওসহ করা অভিযোগে অভিযুক্ত ওসিকে বর্তমান স্থান থেকে শুধু বদলি নয়, দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করা হয়।
তিনি বলেন, একজন সরকারি কর্মকর্তা হয়ে তিনি কিভাবে এ ধরনের মন্তব্য করেন? এজন্য আমরা কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে পূবাইল থানা জামায়াতে ইসলামীর আমির আশরাফ আলী কাজল বলেন, কেন্দ্রীয় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি এক বক্তব্যে বলেন- সনদ স্বাক্ষরের দিনেও জুলাই যোদ্ধাদের আবার আন্দোলনে নামতে হয়েছে, এটা লজ্জাজনক। এই পোস্টে ওসি মুরাদের ফেসবুক আইডি থেকে একটি মন্তব্য করেন- আগে গণভোট দরকার যে স্বাধীনতা বিরোধীদের এ দেশে রাজনীতি করার অধিকার আছে কিনা?
ভিওডি বাংলা/ এমএইচপি
