• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বগুড়ায় ফিরল ক্রিকেট, জিতল বাংলাদেশ

বগুড়া প্রতিনিধি:    ২৮ অক্টোবর ২০২৫, ১০:০৮ পি.এম.
১৬ বছর পর বগুড়ায় ফিরল ক্রিকেট। সংগৃহীত ছবি

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের দেওয়া বড় লক্ষ্য তাড়ায় বিপদে পড়েছিল বাংলাদেশের যুবারা। তবে কালাম সিদ্দিকির সেঞ্চুরি ও রিজান হোসেনের সঙ্গে দুর্দান্ত জুটিতে ম্যাচে ফেরে স্বাগতিকরা। শেষ বিকেলে আলোক স্বল্পতায় পুরো ৫০ ওভার খেলা সম্ভব না হওয়ায় ডাকওয়ার্থ–লুইস (ডিএল) পদ্ধতিতে ৫ রানে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বগুড়ায় সিরিজের ম্যাচে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৫ রান তোলে আফগানিস্তান। জবাবে ৪৬ ওভারে ৪ উইকেটে ২৩১ রান তোলার পর আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়।

ইনিংসের শুরুতে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা ব্যর্থ হন। জাওয়াদ আবরার (১০), অধিনায়ক আজিজুল হাকিম তামিম (০) এবং ওপেনার রিফাত বেগ (২৬) দ্রুত ফেরেন। দলীয় ৬০ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

দারুণ বোলিং করে ৫ উইকেট নেন ইকবাল হোসেন ইমন।

চতুর্থ উইকেটে রিজান হোসেন ও কালাম সিদ্দিকি গড়ে তোলেন ১৩৯ রানের দারুণ জুটি। ১১৯ বলে ১০১ রানের সেঞ্চুরি করে আউট হন কালাম। অন্যপ্রান্তে রিজান অপরাজিত থাকেন ৭৮ রানে।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। উদ্বোধনী জুটিতে ৫৫ রান তোলেন খালিদ আহমেদজাই (৩৪) ও ওসমান সাদাত (১৫)। তবে দুজনই দ্রুত ফিরলে কিছুটা চাপে পড়ে অতিথিরা।

এ সময় একপ্রান্ত আগলে দলকে টেনে নেন উজাইরউল্লাহ নিয়াজাই। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১৩৭ বলে ১৪০ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেন তিনি। তার ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৫ রানের লড়াকু সংগ্রহ পায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন দারুণ বোলিং করে ৫ উইকেট নেন। রিজান পান ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল: ৫০ ওভারে ২৬৫/৯ (উজাইরউল্লাহ ১৪০*, খালিদ ৩৪, ফয়সাল ৩৩; ইকবাল ৫/৫৭, রিজান ২/৫৪, আজিজুল ১/২৩, সবুজ ১/৩০)।
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল: ৪৬ ওভারে ২৩১/৪ (কালাম ১০১, রিজান ৭৫*, রিফাত ২৬, আবদুল্লাহ ১২*; ওয়াহিদউল্লাহ ২/৪৭, জয়তুল্লাহ ১/৩৪, নুরিস্তানি ১/৩৬)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল ৫ রানে জয়ী (ডিএলএস পদ্ধতিতে)।
ম্যান অব দ্য ম্যাচ: কালাম সিদ্দিকী (বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল)।
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১–০ তে এগিয়ে।

ভিওডি বাংলা/ আরিফ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যাটাররা ব্যর্থ, লজ্জাজনক হার এড়ালেন বোলাররা
ব্যাটাররা ব্যর্থ, লজ্জাজনক হার এড়ালেন বোলাররা
৫–১ গােলে হেরে সফর শেষ বাংলাদেশের
৫–১ গােলে হেরে সফর শেষ বাংলাদেশের
আইসিইউতে ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার
আইসিইউতে ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার