• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক    ২৯ অক্টোবর ২০২৫, ১০:৩৩ এ.এম.
বায়ু দূষণে ঢাকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণ করে থাকে। তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে ঢাকার বায়ুমান সূচক (AQI) রেকর্ড হয়েছে ১৫৫, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান বর্তমানে নবম।

এই স্কোর নির্দেশ করে যে ঢাকার বাতাস বর্তমানে সবার জন্য অস্বাস্থ্যকর, বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর (শিশু, বয়স্ক ও শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত ব্যক্তিদের) জন্য এটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

আইকিউএয়ারের বায়ুমান স্কেল অনুযায়ী: ১৫১ থেকে ২০০ সূচক মানে ‘অস্বাস্থ্যকর বায়ু’।

এই পরিস্থিতিতে জনসাধারণকে নিম্নলিখিত সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে-

সংবেদনশীল গোষ্ঠী: শিশু, বয়স্ক ও অসুস্থদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া উচিত।

সাধারণ মানুষ: বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা এবং খোলা স্থানে শারীরিক পরিশ্রম এড়িয়ে চলা ভালো।

অতিরিক্ত সতর্কতা: দূষিত বাতাস ঘরে প্রবেশ ঠেকাতে জানালা বন্ধ রাখা ও এয়ার পিউরিফায়ার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ঢাকার বায়ু দূষণের প্রধান উৎস হলো নির্মাণ কাজের ধুলা, যানবাহনের ধোঁয়া এবং ইটভাটার নির্গমন। এসব কারণেই শহরের বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার ঘনত্ব বেড়ে গিয়ে শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ ও দীর্ঘমেয়াদি ক্যান্সারের মতো স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।

আজ ঢাকার চেয়ে বেশি দূষিত বায়ু রয়েছে নিচের আট শহরে- লাহোর (পাকিস্তান), দিল্লি (ভারত), বেইজিং (চীন), করাচি (পাকিস্তান), দুবাই (সংযুক্ত আরব আমিরাত), উহান (চীন), কাঠমান্ডু (নেপাল) এবং জাকার্তা (ইন্দোনেশিয়া)।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
যাত্রাবাড়ীতে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার
যাত্রাবাড়ীতে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীতে ৫০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তার ৩
রাজধানীতে ৫০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তার ৩