• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঘূর্ণিঝড় মোন্থা: সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত

নিজস্ব প্রতিবেদক    ২৯ অক্টোবর ২০২৫, ১০:৪২ এ.এম.
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে-ছবি সংগৃহীত

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) মধ্যরাতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ (১২ নম্বর) বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এবং ক্রমান্বয়ে উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে।

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ নিয়ে এটি ছিল শেষ বিশেষ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ বুধবার (২৯ অক্টোবর) বিকেল পর্যন্ত সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামীকাল দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি ও তাপমাত্রার পরিবর্তন
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি ও তাপমাত্রার পরিবর্তন
ঢাকাসহ সারাদেশে আজও গরম, সামান্য বৃষ্টির আভাস চট্টগ্রামে
ঢাকাসহ সারাদেশে আজও গরম, সামান্য বৃষ্টির আভাস চট্টগ্রামে
সাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
সাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের আশঙ্কা