• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইন্টার গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

স্পোর্টস ডেস্ক    ২৯ অক্টোবর ২০২৫, ১১:০৫ এ.এম.
ইন্টার মিলানের গোলরক্ষক জোসেফ মার্টিনেজ-ফাইল ছবি

ইতালির কোমো প্রদেশে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮১ বছর বয়সী এক প্রবীণ ব্যক্তি। ইন্টার মিলানের স্প্যানিশ গোলরক্ষক জোসেফ মার্টিনেজের চালিত গাড়ির ধাক্কায় ওই দুর্ঘটনা ঘটে।

রয়টার্সের খবরে জানা যায়, সড়কের পাশে ইলেকট্রিক হুইলচেয়ারে করে চলছিলেন ওই বৃদ্ধ। এক পর্যায়ে তিনি রাস্তার দিক পরিবর্তন করার চেষ্টা করলেও মার্টিনেজের গাড়ির ধাক্কা থেকে রক্ষা পাননি। দুর্ঘটনার পর গোলরক্ষক মার্টিনেজ নিজেই গাড়ি থামিয়ে আহত ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করেন। তবে অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইতালিয়ান পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, কোমো প্রদেশের এক সাইকেলপথে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটে অ্যাপিয়ানো জেন্টাইলে, ইন্টার মিলানের অনুশীলন কেন্দ্রের কাছাকাছি এলাকায়। দুর্ঘটনার পর আশপাশের মোটরসাইকেল আরোহীরাও সাহায্যের হাত বাড়ান। দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবা পৌঁছালেও বৃদ্ধের জীবন রক্ষা করা যায়নি।

এই ঘটনায় মার্টিনেজ শারীরিকভাবে অক্ষত থাকলেও মানসিকভাবে ভীষণ আঘাত পেয়েছেন। নিহতের প্রতি সম্মান জানিয়ে ইন্টার মিলান আগামী ম্যাচের আগের সংবাদ সম্মেলন স্থগিত করেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সিরি–আ লিগে ফিওরেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলবে ইন্টার মিলান। ২০২৪ সালে জেনোয়া থেকে ইন্টারে যোগ দেওয়া ২৭ বছর বয়সী এই স্প্যানিশ গোলরক্ষক এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১২ ম্যাচ খেলেছেন। এর আগে তিনি লাস পালমাস ও আরবি লাইপজিগের হয়েও মাঠে নেমেছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিনিসিয়ুসের মনে রিয়াল ছাড়ার ভাবনা! ক্লাসিকোর রেশে নতুন ঝড়
ভিনিসিয়ুসের মনে রিয়াল ছাড়ার ভাবনা! ক্লাসিকোর রেশে নতুন ঝড়
প্রথম ম্যাচ হেরেও সিরিজ জেতার বিশ্বাস সাকিবের
প্রথম ম্যাচ হেরেও সিরিজ জেতার বিশ্বাস সাকিবের
২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি
২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি