রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল: গ্রেপ্তার ২

রাজধানীর আসাদগেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের সময় মোহাম্মদপুর থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে মিছিলের ব্যানার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে, আসাদগেটের ফ্যামিলি ওয়ার্ল্ড গ্র্যান্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোকারোম হোসাইন রুদ্র ওরফে রুদ্র কাজী (২৫)
উত্তর সিটি করপোরেশন ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সাইফুল ইসলাম পাপ্পু। হোসাইন রুদ্র ওরফে রুদ্র কাজী
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজী রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “রাতে আসাদগেট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের সময় ব্যানারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানায় একাধিক মামলা রয়েছে।”
ওসি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভিওডি বাংলা/জা







