• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিবচরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ২৯ অক্টোবর ২০২৫, ১২:০৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুরের শিবচরে বর্নাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮অক্টোবর) মাদারীপুরের শিবচর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-মাদারীপুর জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি এবং শিবচর উপজেলা বিএনপি 'র নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য ও  মাদারীপুর-১(শিবচর) আসনের বিএনপি'র এমপি মনোনয়ন প্রত্যাশী কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা।
 
শিবচর উপজেলা বিএনপি'র আহবায়ক শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে এবং শিবচর পৌরসভা বিএনপি'র সদস্য সচিব আজমল হোসেন সেলিম খানের সঞ্চালনায়    
প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা বলেন,আগামীর নির্বাচন হবে গনতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন।আপামর জনগণ স্বাধীনভাবে দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারেনি।আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠিতব্য নির্বাচনে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে জনগন তাদের প্রতিনিধি নির্বাচন করবে।জনগন যাকে পছন্দ করবে তাকে ম্যান্ডেট দিয়ে সংসদে পাঠাবে।জনগনের সিদ্ধান্ত চুড়ান্ত সিদ্ধান্ত। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-শিবচর উপজেলা বিএনপি'র সদস্য মাহবুব মাদবর,পৌর বিএনপি'র যুগ্ম-আহবায়ক সাইদুজ্জামান নাসিম,শিবচর উপজেলা বিএনপি'র নেতা মজিবুর রহমান (শিশু) সরদার,শিবচর উপজেলা যুবদলের সাধারন সম্পাদক সাইদুজ্জামান জামাল বেপারী ,যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ জসিমউদদীন মৃধা,কাজী খোকনুজ্জামান, শিবচর পৌর সভার সাবেক সভাপতি শাহীন গোমস্তা,জামাল শিকদার,তানভীর হাসান উজ্জ্বল,মাদারীপুর জেলা যুবদল নেতা অনিক শেখ,ছাত্রদলের পৌর আহবায়ক সাঈদ হাসান শিহাবসহ আরো অনেকে। 

উক্ত আলোচনা সভা ও বর্নাঢ্য র‍্যালীতে মাদারীপুরের শিবচর উপজেলাধীন সকল ইউনিয়ন ও পৌরসভা যুবদলের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহালছড়িতে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার
মহালছড়িতে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার
কালিয়ায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা
কালিয়ায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা
রাজারহাটের তিস্তার চরের মানুষের একমাত্র ভরসা ভার ও নৌকা
রাজারহাটের তিস্তার চরের মানুষের একমাত্র ভরসা ভার ও নৌকা