• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উন্মুক্ত লটারী পদ্ধতিতে মাতৃত্বকালীন ভাতাভোগীদের নির্বাচিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ২৯ অক্টোবর ২০২৫, ১২:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সরকারি ভাতা বিতরণে আর্থিক লেনদেন, স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্বের অভিযোগ প্রায়ই শোনা যায়।

এই প্রথমবারের মতো চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুসা নাসের চৌধুরীর পরামর্শক্রমে ফৈলজানা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত লটারী পদ্ধতিতে ভাতা ভোগীদের নির্বাচিত করা হয়। কোনো প্রকার আর্থিক লেনদেন ছাড়া,তদবির সুপারিশ ছাড়া আবেদনকারীদের মধ্যে থেকে বাছাই করা হয়।

মাতৃত্বকালীন ভাতার জন্য অনলাইনে আবেদনকৃত ১৯ জনের মধ্য থেকে ১০ জনকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়। ইউএনও মুসা নাসের চৌধুরী বলেন এখন থেকে প্রতিমাসে অনলাইনে যারা আবেদন করবেন তাদেরকে লটারি পদ্ধতিতেই নির্বাচিত করা হবে। 

চাটমোহর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যাক্তিবর্গ এবং ভাতার জন্য আবেদনকারীদের উপস্থিতিতে এই ভাতার লটারি উম্মুক্ত ভাবে করা হয়। ফৈলজানা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন। এই কার্যক্রম অব্যাহত রাখার আবেদন এলাকাবাসীর। 

চাটমোহরের মানবিক ইউএনও সাহেবের দৃষ্টান্তমূলক অনেকগুলো কাজের মধ্যে উম্মুক্ত ভাবে  লটারি পদ্ধতিটিও একটা  মাইলফলক হয়ে থাকবে। ফৈলজানা ইউনিয়ন পরিষদের মতো সকল ইউনিয়নে লটারি পদ্ধতি চালু হলে দুর্নীতি, স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব অনেকাংশে কমে আসবে।

চাটমোহরবাসীর আবেদন.. হৃদয়ে গাঁথা একটি নাম- মুসা নাসের চৌধুরী আমাদের মানবিক ইউএনও দীর্ঘজীবী হোন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে গুলিসহ যুবলীগ কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে গুলিসহ যুবলীগ কর্মী গ্রেপ্তার
রাজবাড়ীতে জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত
রাজবাড়ীতে জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত
মহালছড়িতে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার
মহালছড়িতে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার