• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধুপুরে গ্রাম পুলিশের হাতে শুভেচ্ছা উপহার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৯ অক্টোবর ২০২৫, ১২:০৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সেপ্টেম্বর মাসে দায়িত্ব পালনে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশের হাতে শুভেচ্ছা উপহার তুলে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা'র কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুভেচ্ছা উপহার প্রদান করেন মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুবায়ের হোসেন।

তিনি বলেন, “গ্রাম পুলিশেরাই মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের অন্যতম সহায়ক শক্তি। তারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে সমাজে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় থাকে।”

এসময় ইউএনও মোঃ জুবায়ের হোসেন সেপ্টেম্বর মাসে গ্রাম পুলিশের আন্তরিকতা, নিয়মিততা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে কুড়ালিয়া ইউনিয়নের প্রসাশক, সচিবসহ ইউনিয়নের সব গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে মধুপুর উপজেলা প্রশাসন প্রতিমাসে বিভিন্ন ইউনিয়নের কর্মক্ষম ও নিষ্ঠাবান কর্মীদের উৎসাহিত করতে এ ধরনের শুভেচ্ছা উপহার প্রদান করে আসছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে গুলিসহ যুবলীগ কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে গুলিসহ যুবলীগ কর্মী গ্রেপ্তার
রাজবাড়ীতে জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত
রাজবাড়ীতে জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত
মহালছড়িতে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার
মহালছড়িতে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার