সিরিজ বাঁচাতে চট্টগ্রামে মাঠে নামছে লিটন দাসের দল

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। আজ বুধবার (২৯ অক্টোবর) ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিটন দাসের দল। সন্ধ্যা ৬টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতা মূল পার্থক্য সৃষ্টি করেছে। ধারাবাহিক উইকেট হারানোতে টপ ও মিডল অর্ডার চাপের মুখে পড়েছে। তবে অধিনায়কত্বে লিটন দাসের নেতৃত্বে দল ঘরে ও বিদেশে টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে।
প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে ওঠা এখন প্রধান চ্যালেঞ্জ। শামীম হোসেন, নুরুল হাসান সোহানসহ ব্যাটসম্যানদের দ্রুত আউট হওয়া দলের দুর্বলতা দেখিয়েছে। তবে পেসার তানজিম হাসান সাকিব আশ্বাস দিয়েছেন, “পরের দুই ম্যাচে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। এক ম্যাচ হারলে সিরিজ হাতছাড়া, তাই ঘরের মাঠে সর্বোচ্চ চেষ্টা করবো।”
পরিসংখ্যান অনুযায়ী, প্রথম ম্যাচ হেরে তিন ম্যাচের সিরিজ জেতার রেকর্ড বাংলাদেশের খুব বেশি নেই। তবে ২০১৮ সালের ওয়েস্ট ইন্ডিজ সফর ও সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে এই চ্যালেঞ্জে জয়ী হয়েছে বাংলাদেশ।
চট্টগ্রামে আজ সব নজর থাকবে লিটন দাসের দলের ওপর। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোন্থা’-র কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা ম্যাচের ওপর ছায়া ফেলতে পারে।
ভিওডি বাংলা/জা







