• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিলেট বিমানবন্দরে লন্ডনগামী ফ্লাইট বোর্ডিং ব্রিজের সঙ্গে ঘর্ষিত

সিলেট প্রতিনিধি    ২৯ অক্টোবর ২০২৫, ০১:৪০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বিমানের ইঞ্জিন ও বোর্ডিং ব্রিজের সঙ্গে ঘর্ষণের কারণে ফ্লাইটটি চার ঘণ্টা বিলম্বিত হয়েছে। বিমানে ২৬২ জন যাত্রী ছিলেন এবং দুপুর আড়াইটায় বিকল্প বিমান দিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ২৫ মিনিটে ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ইতোমধ্যেই ৪ ঘণ্টা বিলম্ব হলেও ফ্লাইটটি এখনও ছেড়ে যায়নি। 

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, বিমানটি যথারীতি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সব প্রস্তুতি শেষ করে বিমানটি থেকে বোর্ডিং ব্রিজ সরে আসার সময় ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজের ঘষা লাগে। যেহেতু দূরের জার্নি, তাই বিমানটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

তিনি আরও বলেন, এ অবস্থায় দুপুর আড়াইটায় বিকল্প বিমান দিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছানো হবে। বিমানে সবমিলিয়ে ২৬২ জন যাত্রী আছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘাট মানুষের সম্পদ, দখল হতে দেওয়া চলবে না: সাখাওয়াত
ঘাট মানুষের সম্পদ, দখল হতে দেওয়া চলবে না: সাখাওয়াত
বাংলাদেশের কূটনীতিতে ভারসাম্যই মূলনীতি: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশের কূটনীতিতে ভারসাম্যই মূলনীতি: পররাষ্ট্র উপদেষ্টা
সরকারি তেল কোম্পানির ১১৯ কোটি টাকা আত্মসাৎ
সরকারি তেল কোম্পানির ১১৯ কোটি টাকা আত্মসাৎ