• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্লট বরাদ্দে দুর্নীতি:

রাজউকের সাবেক সদস্য খুরশীদ শেখ হাসিনার মামলায় আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক    ২৯ অক্টোবর ২০২৫, ০২:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ও অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করেছেন অন্যতম আসামি, রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম।

বুধবার (২৯ অক্টোবর) ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন। মামলার সাক্ষ্যগ্রহণ এদিনও চলছে। এটি এই মামলায় প্রথম আত্মসমর্পণ। বাকি সব আসামি এখনও পলাতক।

দুদকের প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান লিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩১ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেন। অভিযোগ গঠন শুনানির সময়ে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পৃথক তিন মামলায় মোট ১৭ থেকে ১৮ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে রয়েছেন শেখ হাসিনা, তার পরিবার ও রাজউকের বিভিন্ন সাবেক কর্মকর্তা।

মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন-জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সদস্য কবির আল আসাদ, তন্ময় দাস, নুরুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দীন, সামসুদ্দীন আহমদ চৌধুরী, শেখ শাহিনুল ইসলাম, হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।

প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা দায়ের করে দুদক। মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেককে আসামি করা হয়। সম্প্রতি সব মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
ইনু-হানিফের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি আজ
ইনু-হানিফের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি আজ
দুদকের মামলায় শেখ হাসিনার সাবেক প্রেস সচিব ও তার  স্ত্রী
দুদকের মামলায় শেখ হাসিনার সাবেক প্রেস সচিব ও তার স্ত্রী