গৌরীপুর বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

ময়মনসিংহের গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত মনোজ্ঞ অনুষ্ঠানে ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোকছেদুর রহমান। সঞ্চালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক বদরুল আলম সোহেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা। প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের প্রভাষক প্রিতম সরকার।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল ইসলাম, সাবেক সিনিয়র শিক্ষক মোঃ মোবারক আলী ও স্বপন চন্দ্র মৃধা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও শিল্প-অঙ্গনে শিক্ষার্থীদের সম্পৃক্ততা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনা শেষে আবৃত্তি, গান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে পরিবেশিত মনোজ্ঞ সংগীতানুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, প্রতিবছর এ প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতি উৎসাহ বাড়ানো হয়।
ভিওডি বাংলা/ এমএইচ






